প্রয়াত প্রবীণ অভিনেতা গোবর্ধন আসরানি

 


টিপিএফ বাংলা ডেস্ক: প্রয়াত প্রবীণ অভিনেতা গোবর্ধন আসরানি। চলচ্চিত্র মহলে  পরিচিত নাম আসরানি! দীর্ঘ্য রোগ ভোগের পর হিন্দি চলচ্চিত্র জগতের প্রবীণ অভিনেতা গোবর্ধন আসরানি প্রয়াত হয়েছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। 

শোলে ছবিতে আসরানি  জেলারের ভূমিকায় বিশেষ খ্যাতি লাভ করেন। এছাড়াও চুপকে চুপকে , ভুলভুলাইয়া, ধামাল, বান্টি অর বাবলি টু তে তাঁর চমকপ্রদ অভিনয় সকলের নজর কাড়ে। তার পাঁচ দশকের হিন্দি চলচ্চিত্র জগতে কৌতুক অভিনেতা হিসাবেই তাঁর সমাদর ছিল বেশি।  

মৃত্যুর আগে স্ত্রীকে বলে গিয়েছিলেন, যেন তাঁর শেষকৃত্যে ভিড় না হয়। সেই ইচ্ছা অনুযায়ী, মুম্বইয়ের সান্তাক্রুজ শ্মশানে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয়।


Previous Post Next Post

نموذج الاتصال